সিলেটের বন্যা  
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ১৮-০৬-২০২২'


সিলেটবাসীর কান্নাতে আজ কাঁদছে রে মোর দেশ,
কবলিত বন্যার জলে জীবন হলো শেষ।
পা রাখিবার নাই কোনো ঠাঁই চাল বরাবর জল,
বানভাসি সব হায় হায় রব বইছে বন্যার ঢল।


মা বাবা ভাই বোনকে নিয়ে ব্যস্ত সকল জন,
খাদ্যাভাবে অনাহারে কাঁদছে সবার মন।
জলের তলে তলায় সবই ক্ষেতের জমি গ্রাম,
মুসলিম ডাকে আল্লাহ বলে হিন্দুরা রাম রাম।


আর্তনাদে চিৎকারে  কয় বাঁচাও মোদের প্রাণ,
তোমার লীলায় বন্ধ করো সিলেটবাসীর বান।
বৃদ্ধা মাকে বহন করে সন্তানে কাঁধ পর,
কষ্ট ক্লেশে আশ্রয় খুঁজে একটু বাঁচার তর।


গরু ছাগল, বকরি ভেড়া, কত প্রাণীর ক্ষয়,
নদীর মতই খরস্রোতা বেগ বন্যার পানি বয়।
বন্যারই কাল কী করুণ হাল বিষণ্ণতায় মুখ!
কষ্টতে বাস মনেতে ত্রাস একটু-ও নাই সুখ।


দেশবাসী সব সমবেদনায় আমরা তুলি হাত,
দয়াল প্রভু কবুল করো এই না মোনাজাত।
অশ্রুসিক্ত আঁখিদ্বয়ে সব জনতার সুর,
চারদিকে ওই থৈথৈ পানি বিপদ করো দূর।