১/
তানকা কবিতা গুচ্ছ
ইব্রাহিম হোসেন
বর্ণবৃত্ত ছন্দ (৫+৭+৫+৭+৭)


(১) প্রেম


তোমার প্রেমে
পাগল হয়ে বনে
গেলাম থেমে,
তুমি আমার মনে
সদাই থাকো সনে।


(২) বিরহ


আমায় তুমি
ভুলে যে সুখী জন
কোথায় উর্মি ?
তোমার তরে মন
কাঁদে যে সারা'ক্ষণ।


(৩) মিলন মালা


আসলে ফিরে
ডাকলে ফোন কলে
তোমায় ঘিরে,
প্রেমের মালা গলে
সুখ প্রদ্বীপ জ্বলে।
==========


২/


নৌকা বাইচ
ইব্রাহিম হোসেন
স্বরবৃত্ত ছন্দ (৪+৪+৪+১)


নদীর ধারে বিশাল বিলে
নৌকা বাইচ খেল,
অথৈ জলে বৈঠা চলে
বাজে যখন বেল।


সুরে সুরে গান ধরে আর
করে যে হৈ চৈ,
জয়ের নেশায় বৈঠা চালায়
নাই যে নৌকার ছৈ।


লম্বা লম্বা ছৈ বিহীনে
নৌকা চলে বেশ,
জার্সি পরে মাঝিরা নেয়
গানের সুরে রেশ।


নদীর ধারে বিলের ধারে
পল্লী গাঁয়ের লোক,
নৌকা বাইচ দেখে তারা
হারায় মনের শোক।


শতো নৌকা চ্যালেঞ্জ করে
এক নৌকার হয় জিত,
জয়ী নৌকার মাঝিরা সব
আনন্দেতে চিৎ।