তাঁরাই দেশের প্রাণ
মোঃ ইব্রাহিম হোসেন


রক্ততে লাল একাত্তর সাল
বাঙালিরা খুন,
বৈরী শাসন বঙ্গে আসন
বঙ্গ মাতার ঘুণ।


দখল নিবে উর্দু দিবে
পাকি রাজার আশ,
আক্রমণে নিপীড়নে
সর্ব করণ নাশ।


বাঙালি বীর না হয় যে ধীর
অস্ত্র তুলে হাত,
দিনে রাতে বাজিমাতে
নর ও নারী সাথ।


যুদ্ধ শেষে বিজয় বেশে
রক্তেমাখা মুখ,
লালে যে লাল করুণ এ হাল
বক্ষে ভরা দুখ।


যাঁদের তরে পেলাম ঘরে
স্বাধীনতার সুখ,
একটা কালাম হাজার সালাম
গর্বে ভরে বুক।


হৃদয় দিয়ে জীবন দিয়ে
রাখবো তাঁদের শান,
আত্মত্যাগে অগ্রভাগে
যাঁদের এ দেশ দান।


রুধির ক্ষরণ জীবন হরণ
দিলেন দেশের মান,
সোনার এ দেশ নেই কোনো ক্লেশ
তাঁরাই দেশের প্রাণ।