তেলা মাথায় তেল    (বিশ্ব বাংলার  শ্রেষ্ঠ কাব্য)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা: ২৫-০১-২০২৪ ইং


জগতে কেউ দেয় নাকো মান
যার শিরে নাই তেল,
মোচ পাকিয়ে তার মাথাতেই
ভাঙে সবাই বেল।


নয় সমাদর হয় অনাদর
ব্যঙ্গতে দেয় ঢিল,
প্রতিবাদে চওড়া হলে
জোরসে মারে কিল।


সেও তো মানুষ দীন হওয়া দোষ
অর্থতে নাই জোর,
নিঠুর সমাজ দেয় অপবাদ
ভণ্ড বেটা চোর।


ছলচাতুরী ধনীর জুড়ি
আঁকে নানান ছক,
মিষ্টি কথায় মনকে ভোলায়
দীন কাঁপে ধক-ধক।


তেলহীনে তাই রয় নিরুপায়
শূন্য জীবন ধাম,
মানবকুলের শ্রেষ্ঠ হয়েও
সমাজে নাই দাম।


তেলা মাথায় তেল দিয়ে যায়
কণ্ঠে মধুর গান,
চাটুকারের বিষের বাণে
যায় গরিবের প্রাণ!


নকল দাঁত  (লিমেরিক - রম্য)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২২-০১-২০২৪ ইং


আমার দাদুর বয়স আশি মাংস পোলাও খাবে,
দাঁত লাগাবে মুখের ভেতর কোথায় সে দাঁত পাবে?
গলা ধরে যুক্তি দিলাম দাদু
নকল দাঁতেও তাক লাগানো যাদু
তাই দাদু ভাই জিদ ধরেছে  ডাক্তারখানা যাবে।