টেটন রাজা
ইব্রাহিম হোসেন
রাজ্য চুষে রাজার হালে
মারছে মানুষ ফাঁদের জালে
টেটন রাজা মশাই,
হরিলুটে দেশ চিবিয়ে
দিচ্ছে আলো সব নিভিয়ে
রাজ্যের মহা কশাই।
দেশের মানুষ অশ্রুজলে
কেঁদে কেঁদে দুঃখে বলে
আর পারি না সইতে,
অর্থলোভে রোষটা করে
বিনাদোষে দোষটা ধরে
সহায় সম্বল লইতে।
অত্যাচারে নিপীড়নে
জ্বালছে আগুন অকারণে
প্রজার ঘরে ঘরে,
প্রজারা তাই বিক্ষোভ ডাকে
রুখতে হবে রাজ্যটাকে
থাকবো না আর ডরে।
সব একতায় সৎ সাহসে
দেশ বাঁচাতে মন হরষে
নামলো মাঠে রণে,
টেটন রাজা ভয় পেয়ে তাই
চিত্ত ডরে দেশ ছাড়ে ভাই
শান্তি পেলো মনে।
==============
হাইকু গুচ্ছ
প্রেম ভালোবাসা
ইব্রাহিম হোসেন
(১)
ভালোবাসাতে
স্বপ্ন আঁকে সুখের
মন গহীনে
(২)
মিষ্টি প্রেমের
কোমল ছোঁয়া পেয়ে
মনটা ভরে
(৩)
দুটি চোখের
দুটি পাতায় বলে
আসতে কাছে
(৪)
প্রেমের জ্বরে
বুকটা কাঁপে হায়
কাঁপন ঠোঁটে
(৫)
প্রেম মানে না
কোনো শাসন বাধা
সাহস বুকে
(৬)
সত্যিকারের
প্রেম যদি গো হয়
হবেই জয়
(৭)
তবুও মনে
বিরাজ করে সদা
কাঁপে হৃদয়।
========
হাইকু গুচ্ছ
পিতা মাতা
ইব্রাহিম হোসেন
(১)
এ পৃথিবীতে
পিতা মাতার মত
না আছে কেহ
(২)
তাদের ছাড়া
শিশুরা সর্বহারা
কষ্টতে দেহ
(৩)
জন্ম দিয়েই
নয় ক্ষান্ত যে তাঁরা
রাখে যতনে
(৪)
মা ও বাবায়
অনেক কষ্ট করে
সন্তানে পালে
(৫)
খেয়ে না খেয়ে
বুকে পাথর বেঁধে
আগলে রাখে
(৬)
পিতা মাতার
এই ঋণ কি কেউ
শোধিতে পারে
(৭)
বিধাতা তুষ্ট
তুষ্ট থাকেন যদি
পিতা ও মাতা।
==========