রমজানের আহ্বান
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১০-০৩-২০২৪ ইং


রমাদ্বান ডেকে কয় আয়রে মুমিন,
সেহরি ও ইফতারে করে নে রুটিন।
নামাজ কালাম আর তারাবিটা পড়,
শেষ রাতে ঘুম ভেঙে এ আমাকে ধর।


অবিরত ঝরে কত রব নিয়ামত,
প্রভু সনে করিস না কভু খিয়ানত।
এই মাসে সওয়াবের নাই কোনো শেষ,
পানাহার থেকে দূরে দিন কাট বেশ।


আমার যে সম্মান করে যাবে ভাই,
হাশরের মাঠে তার কোনো ভয় নাই।
আমি যদি খুশি থাকি মহা রব খোশ,
তোদের উপরে আর থাকবে না রোষ।


আমি রোজা নই বোঝা মুমিনের তর,
তার বোঝা নই সোজা বে-দ্বীনের ডর।
আমাকে যে ভুলে রবে মহাপাপী সেই,
ঈমানের জোর মনে এতটুকু নেই।


এগারো মাসের পর আমি তো হাজির,
আমাকে না পায় সবে আছে তা নজির।
ভাগ্যটা ভালো যার তার ভালে আসি,
পারাপারে তার তরে আঁখিজলে ভাসি।


অবহেলা করে কভু থাকিস না দূরে,
হৃদয়ের করিডোরে ডাক সুরে সুরে।
এসেছি তোদের দ্বারে আমি রমাদ্বান,
গাফেল থাকিস কেনো ওরে ও নাদান ?