নিষ্ঠুর নদী
মোঃ ইব্রাহিম হোসেন


ও নদী তোর বুকে বসত তোর কিনারেই ঘর !
কোন্ অপরাধ ভাঙলি রে মন করলি আমায় পর ?
প্রকৃতিকে ভালোবেসে
সারাজীবন তোরই পাশে,
ভালোবাসার প্রতিদানে আনলি ডেকে ঝড়।
ও নদী তোর বুকে বসত তোর কিনারেই ঘর !


যুগ যুগ ধরে থাকলি পাশে হইলি আপন কই,
ভিটা বাড়ি কেড়ে নিলি ক্যামনে ব্যথা সই ?
সব হারিয়ে কাঁদি যে হায় !
চোখ মেলে দেখ্ বুক ভেসে যায়,
তোর মনে কি নাই রে মায়া একটু আমার তর ?
ও নদী তোর বুকে বসত তোর কিনারেই ঘর !


তোর কারণে সম্বল হারা নিঃস্ব হলাম আজ,
কাজল মুছে নব বধূর কেড়ে নিলি সাজ।
কোলের শিশু তাও হারিলো
কত জীবের প্রাণ কাড়িলো!
তোর তুফানে ধ্বংস লীলায় ঘরবাড়ি নড়বড়।
ও নদী তোর বুকে বসত তোর কিনারেই ঘর!