চাষি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৯-০৫-২০২৩, শুক্রবার।


সময় ফজর নাইকো ওজর
নামাজ পড়া হলে,
ঊষার আগেই লাঙ্গল ও মই
হালের ক্ষেতে চলে।


রা রা রা রা, র র র র
ডানে কিংবা বামে,
কপাল জুড়ে ঘর্ম ঝরে
কাদা মাটির ধামে।


এমনি করে দিবানিশি
শ্রম দিয়ে যায় ক্ষেতে,
উঠবে ফসল ভরবে গোলা
এই আশাতেই মেতে।


বাঁচবে নিজে বাঁচবে এ দেশ
থাকবে মানুষ ভালো,
দীন-ধনীদের আঁধার ঘরে
জ্বলবে দীপের আলো।


আল্লাহরই দান ক্ষেত ভরা ধান
একটু হাসি ফুটে,
নবান্নের ক্ষণ আনন্দে মন
দুঃখ জরা টুটে।


হাজার কষ্ট বক্ষে ধারণ
স্বার্থত্যাগী তারা,
মর্যাদা নাই তবু তাঁদের
জীবন স্রোতের ধারা।


আমার দেশের চাষিরা ভাই
সোনার চেয়েও খাঁটি,
মাটির মানুষ মৃত্তিকাতেই
গড়ে তাঁদের ঘাঁটি।