শত বর্ষ মুজিবী শ্রদ্ধা  
ইব্রাহিম হোসেন  


মহান নেতা, শ্রেষ্ঠ নেতা শেখ মুজিবর
বাংলাদেশের  জনক ,
তাঁর স্বরণে বর্ষ বরণে লক্ষ জনে
করি হরষে পুষ্প স্তবক ।


অন্তরে গভীর শ্রদ্ধায় করি শ্রদ্ধা নিবেদন
শেখ মুজিব !  তুমি তো অসাধারণ,
তোমার তরে আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে দেশের জনগণ ।


তুমি জন্মেছিলে তাই পেয়েছি মোরা
সুন্দর একটা স্বাধীন দেশ,
তোমার গুণগান, তোমার কীর্তি -যশ
তোমার অবদানের নেই কোন শেষ ।


ঊনিশ শত একাত্তরে ধরেছিলে তুমি
হালবিহীন নৌকার যষ্টি ,
আজও শক্ত করে ধরে রেখেছি মোরা
সেই যষ্টি শক্ত করে ধরে মুষ্টি  ।


মুজিব! তুমি আসবে না আর কখনও ফিরে
এ কথা সকলের জানা ,
তবে তোমায় শ্রদ্ধায় শ্রদ্ধাঞ্জলি নিবেদনে
নেই তো কারো কোন মানা ।


অশ্রু সিক্ত আঁখি দ্বয়ে,  ক্ষত বিক্ষত হৃদয়ে
এসেছি মোরা তোমারই শ্রদ্ধা নিবেদনে ;
শত বর্ষ,মুজিব বর্ষ,হর্ষ বর্ষ শতাব্দী পূ্র্তি
চির অমর চিরঞ্জীব তোমার স্বরণে ।


মুজিব শত বর্ষ