পদ্মা নদীর রূপ
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ২০-০৮-২০২২, শনিবার।


পদ্মা নদী নাম যার সর্বলোকে চিনে,
ভাটিয়ালি গানে সুর জেলেদের বীণে।
পাল তুলে নৌকা বায় মাঝিমাল্লা ভাই,
নয়নাভিরাম দৃশ্য বলো কোথা পাই?


অপরূপ দৃশ্য দেখি পদ্মা নদী পার,
নীলাকাশ ছুঁই ছুঁই তটিনীর ধার।
উড়ে পাখি ঝাঁক মিলে ধুধু বালুচর,
ছোট ছোট ছেলেমেয়ে চেঁচামেচি স্বর।


কাশবনে কাশফুল দেখে জুড়ে মন,
অবাক নয়নে চাই দাঁড়ায়িয়ে ক্ষণ।
সাদা মেঘ নীলে ভাসে রৌদ্র লুকোচুরি,
কখনো যে বৃষ্টি ঝরে অল্প অল্প করি।


মরা নদী স্বল্প জলে চলে গরু গাড়ি,
হাঁটি হাঁটি পায়ে পায়ে বালিকার আড়ি।
হাঁটু জল ছলছল ছুটে পড়ে পানি,
পল্লী গাঁ'র নববধূ শাড়ি টানাটানি।


চিকচিক চারিদিক নাই কোথা কাদা,
যে দিকে তাকাই যেন সবি লাগে সাদা।
সন্ধ্যা বেলা সূর্য ডুবে চাঁদ মামা হাসে,
মুক্ত হাওয়া পেতে সবে তটিনীর পাশে।