প্রকৃতির ভাবনা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৩-১০-২০২৩ ইং


দুই দু'টি ডানা মেলে হাওয়ায় ভাসে 
বিহগের ঝাঁক উড়ে দূর আকাশে।
মহান প্রভুর গায় গুণগান শান,
চারিদিকে ছড়ে পড়ে মৃদু বাতাসে।


আল্লাহু আকবার ধ্বনির আওয়াজে,
রব রব কলতান কণ্ঠে বাজে।
গগনের নিচে ঠিক মেঘেরা আসে,
সাগর পাহাড় নদী ঝর্ণা হাসে।


গাছপালা উদাসীন এ শোর শুনে,
সিজদায় নুয়ে পড়ে তসবী গুনে।
প্রকৃতির এ খেলায় বিভোর ভুবন,
প্রভুর মাশুক লাভে এইতো হবন।


গভীর বনের যত পশুপাখি সব,
সমস্বরে যায় গেয়ে রব ইয়া রব!
দুই কানে ভেসে আসে দূর থেকে দূর,
বুঝানো তো নাহি যায় কী দারুণ সুর!


পৃথিবী হঠাৎ করে থমকে দাঁড়ায়,
ঘড়ির কাঁটাও পা সমুখে না বাড়ায়।
অনুভবে নিরালায় আমি নিশ্চুপ,
মাটিতে দাঁড়িয়ে দেখি আকাশের রূপ।