তোমায় ডাকি 
ইব্রাহিম হোসেন 

আবার যদি আগের মতো
বাসতে আমায় ভালো,
দুঃখ গুলো দূর হতো যে
জ্বলতো প্রেমের আলো।

আগের মতো করেই যদি 
মিষ্টি হেসে তুমি,
আসতে  কাছে পূর্ণ হতো
শূণ্য প্রেমো ভূমি ।

উঠতো হেসে মন আকাশে
আবার নবো রবি,
তোমায় নিয়ে এঁকে যেতাম
নিত্য কতো ছবি।

মন বাগিচা উঠতো ভরে
ফুল ফুটে যে কতো! 
তোমার কাছে যেতাম ছুটে
ভ্রমরেরই মতো।

অতীত ভুলে আবার তুমি
এসো বুকের নীড়ে,
নীল আকাশে হারায় যাবো
চাঁদ তারার ভীড়ে।