তোমায় নিয়ে প্রার্থনা
ইব্রাহিম হোসেন
অরিত্রিক কবিতা - অক্ষরবৃত্ত ছন্দ


তোমার প্রেমের ছোঁয়া - শান্তি এনে দেয়,
মনে যত দুঃখ ধোঁয়া - সব কেড়ে নেয়।
তোমার কোমল ঠোঁটে - মিষ্টি হাসি পাই,
ফুলের ভ্রমর জোটে - ফিরে ফিরে চাই।
তুমি'ই আমার আশা - দুটি চোখে মণি,
স্বপ্ন দেখি গড়ি বাসা - হৃদে প্রেমো খনি।
তোমার কারণ ঘরে - দ্বীপ শিখা জ্বলে,
তোমার হাসির তরে - শশী কথা বলে।


তোমার মুখের হাসি - বড় ভালোবাসি,
বাজাই সুখের বাঁশি -  ছুটে ছুটে আসি।
প্রভু দ্বারে মিনতিতে - হাত তুলে বলি,
সুখে দুখে পৃথিবীতে - দ্বীনে যেনো চলি।
======================


নারীর মাহাত্ম্য
ইব্রাহিম হোসেন


বর্তমানের ভদ্র ছেলে
কেমন তোমার হাল?
রূপবতী মাইয়া দেখেই
বলো সবে মাল।


ওই যুবতী কন্যাকে আজ
বলছো কচি ডাব,
কেমন ঘরে জন্ম তোমার
নোংরা মনের ভাব?


নিজকে নিজেই প্রশ্ন করো
আসবে চোখে জল,
নিজের সাথেই করছো তুমি
প্রতারণার ছল।


তোমার ঘরেও আছে দেখো
মা ও কন্যা,বোন ;
কর্ম গুণে ভবিষ্যতে
বাড়বে পাপের লোন।


তোমার পাপের মাশুল দিবে
ঘরের প্রিয়'জন,
হাত গুটিয়ে নয়ন জলে
কাঁদবে তোমার মন।


ভদ্র ঘরের ভদ্র ছেলে
উঠবে গায়ের ছাল,
জেনে রেখো কন্যা ভবে
নয়তো কোনো মাল।


প্রিয় নবী দিলেন ভবে
নারী জাতির মান,
মা নারীরই পায়ের নিচে
জান্নাতেরই শান।
=========