তোমাকেই খুঁজি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২২-০৭-২০২২ ইং


করে ধুকধুক আমার এ বুক
স্বজনী তোমার তর,
ভালো কি বাসবে কখনো আসবে
আমার এ ভাঙা ঘর ?


মনে খুব ভয় কী জানি কী হয়
ধরিছে প্রেমের জ্বর,
রাত নিশি ওই ডাকি সাথী কই
বুক করে ধড়পড় ।


প্রেম মানে ক্ষয় হবে কিনা জয়
বলে সব লোকজন,
ভাবি সদা ক্ষণ কী করি এখন
চিন্তিত এই মন।


দাও সাড়া দাও বুকে টেনে নাও
তুমি ছাড়া নেই কেউ,
বিরহের যম করে থমথম
বেদনার উঠে ঢেউ।


বাগে ফুটে কলি গান ধরে অলি
ভ্রমরের আনাগোনা,
তোমাকেই খুঁজি নেই কোনো পুঁজি
খাঁটি মাটি খাঁটি সোনা।