তোমার লিখার প্রেমে
ইব্রাহিম হোসেন  


ও কাকলী তোমার লিখাার প্রেমে পড়েছি ,
ইসলামের বাণী তোমার মুখে শুনেছি


ছন্দে ভরা দামি বাণী পাইনি কোথাও খুঁজে,
পেলাম খুঁজে বন্ধু তোমার প্রোফাইলের পেজে ।


"সত্য বলি, সত্যে চলি  দ্বীনে  করি বাস,
কালিমা পাঠে জীবন শুরু কালিমায় পাঠেই  নাশ "।


এই ভুবনে করলো যারা এই কালিমা হেউ,
তাদের মত অভাগা আর নাই রে কোথাও কেউ ।


কালিমা ছাড়া পার পাবে না ওই ভুবনে কেউ,
কালিমার ফলে জান্নাত পাবে উঠবে সুখের ঢেউ।


নামাজে রোজা পাঁচ কালিমা শান্তি দেবে এনে,
রাসুল বলেন, আল্লাহ বলেন আল্লাহ পাকের কোরানে ।


এই কবিতার দুটি লাইন কার জানে না কেউ ?
দুই লাইনের রচয়িতা কাকলী আক্তার মৌ ।


দুহাত তুলে দোয়া করি তারতরেতে আমি,
আরো লেখুক কলম দিয়ে অনেক বাণী দামি।