তর্ক
মোঃ ইব্রাহিম হোসেন


চুপ বেটা তুই তর্কে কেনো
দ্বন্দ্ব করিস আমায় বল ?
তর্ক করা নয় তো ভালো
ইবলিশের এই মনের ছল।


তর্কতে হয় ক্রোধের নেশা
শত্রুতা তার প্রকাশ পায়,
নিজের ক্ষতি পরের ক্ষতি
ভাঙে কপাল হায়রে হায়!


দ্বন্দ্ব ফাসাদ তারাই করে
কলুষিত যাদের মন,
হারাম টাকার গাড়ি বাড়ি
অবৈধ আয় সারা'ক্ষণ।


বুঝেও তারা বুঝে না যে
নিত্য করে পাপের কাম!
গর্ববোধে চলার গতি
দেয় না কারো একটু দাম।


জ্ঞানী-গুণী চতুর যারা
তর্ক তারা কম করে,
তর্ক করা মূর্খেরই কাজ
চুপ করে তাই দম ধরে।