ত্রাণ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাকালঃ ২০-০৪-২০২০ ইং


দেশ-বিদেশের অনুদানই
বাংলাদেশের ত্রাণে,
গরিব-দুঃখীর তরে তারা
বাঁচবে ভবে প্রাণে।


এই ত্রাণেরই উপযোগী
নয় তো সবাই দেশে,
তাদের যাদের দু'মুঠো ভাত
জোটে না দিন শেষে ।


আরো আছে তাদেরই হক
মধ্যবিত্ত যারা,
ক্ষুধায় থাকার পরেও বলে
পেটটা আছে ভরা।


বাছাই করে খাদ্য দিবে
বিবেকবানে কহান,
বিবেকটাকে জাগিয়ে তুলো
হবে তুমি মহান ।


ছাড় দিও ভাই আর নিওনা
গরিব দুঃখীর হকটা,
দিন-ভিখারী যাও না হয়ে
নিতেই যদি শখটা ।


হক মেরোনা দিন-ভিখারীর
পড়বে মহা-পাপে ,
জীবন তোমার ধ্বংস হবে
তাদের অভিশাপে ।


গরিব মেরে দালানকোঠা
কিবা জবাব দিবে ?
তোমার মালিক তোমার কাছে
হিসাবটা যে নিবে ।


যাররা যাররা হিসাব করে
দিতেই হবে জবাব ,
তোমার মুখে থাকবে সেদিন 
জবাব নামের  অভাব ।


পাওয়ার যোগ্য যারা তাদের 
দাওগো দেশে খাদ্য,
ত্রাণ পেয়ে যে তাদের মুখে
ফুটবে হাসি অদ্য।