তৃষ্ণার্ত মন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৮-০৯-২২ ইং


তপ্ত দেহ নাই কেহ ধুধু মরুভূমি
প্রেমাঘাতে দিনে রাতে মারিলে যে বাণ
মায়া নাই জ্বলে যায় এ হৃদয় খান
চলে গেলে ব্যথা দিলে কেন বলো তুমি ?  
নাহি দেখা কাঁদি একা নিশি থাকি ঘুমি
ঘুমে ঘুমে ডানে বামে খুঁজে হয়রান
বিরহের জ্বালা ঢের যায় বুঝি প্রাণ
অবিরাম উপাধান ভিজে ভিজে চুমি।


নাহি বুঝে শুধু খোঁজে তোমাকেই মন
তুমি বিনে মন হীণে হয় ছারখার
এসো এসো ফিরে এসো দেবো হৃদে ঠাঁই,
সহিতে যে পারে না সে এত জ্বালাতন
কাছে ডাকো চাই নাকো কিছু ভবে আর
তুমি ছাড়া সব হারা চাওয়া কিছু নাই।