"" তুফান ""
ইব্রাহিম হোসেন 
===========
আমি তুফান, বড় তুফান,
যদি কেহ হয় ভবে পাষাণ ;
আমি সাইক্লোন, ঝড়, জলোচ্ছ্বাস,
দিব না তাহাকে কভু আসান ।


আমি ধ্বংসকারী, আমি বিনাশকারী
আমি অশান্ত, কঠিন শক্ত ,
সৎ পথে রহিব,  সৎ পথে চলিব
হইব না শয়তান ভক্ত ।


রক্তচোষা যাহারা, সর্বহারা তাহারা
যাহারা রক্ত চুষিয়া খায় দাপটে,
আমি প্রলয়ংকারী হইয়া, মাটির তলে দাবাইয়া
করিব তাহাদের নিঃশেষ বিশ্বভূমি তটে।


আমি বিষধর সাপ, নাই অনুতাপ
করিব তাহাদের দংশন,
শুনিয়াও শোনে না, বুঝিয়াও বুঝেনা
যাহারা নিষ্ঠুর, নির্মম।


না করিয়া শঙ্কা, বাজাইয়া ডঙ্কা
ঘুরিব বিশ্বভুবন,
ভাঙ্গিয়া অনিয়ম, গড়িব এ ভুবন
হইবে আলোকিত চাঁদের মতন।


আমি আগুন, আমি পানি
আমি শক্তিশালী দমকা হাওয়া,
জ্বালাইয়া দিব, সব নিভাইয়া দিব
রাঘব বোয়ালের যত খাওয়া ।


আমি সাগর, আমি আকাশ, আমি পাহাড়
অশান্ত মনের শান্ত হৃদয় বড়ই উদার,
যাহারা সততা নিষ্ঠায়, চলিবে দুনিয়ায়
আমার কাছে নাহি তাহাদের, ভয় নাহি আর।