তুমি আমার
ইব্রাহিম হোসেন


তুমি আমার জীবন মরণ
আঁধার ঘরের আলো,
সারাজীবন পাশে থেকো
তোমায় বাসি ভালো।


বিধাতারই দয়ায় আমি
তোমায় কাছে পেলাম,
জীবন যৌবন তোমার নিকট
সবই সঁপে দিলাম।


চন্দ্রিমারই রাতে তুমি
জোছনা আলোর ধারা,
তোমার প্রেমের পরশ পেয়ে
হলাম পাগল পারা।


তুমি আমার চন্দ্র তারা
হীরা মতির মালা,
গ্রীষ্মকালে উষ্ণ খরায়
ঝর্ণা নদীর নালা।


তুমি আমার বকুল শাখে
সুর ও গানের পাখি,
সুরের মেলায় দেখে তোমায়
জুড়ায় দুটি আঁখি।


তুমি আমার ভুবন মাঝে
বসত বাড়ি ভূমি,
ভালোবাসার আদর দিয়ে
ঐ লালটে চুমি।


তুমি আমার প্রেমের ভুবন
প্রেম নগরের রাণী,
তোমার সনে প্রেমালাপে
দূর হয়ে যায় গ্লানি।


তুমি আমার সুখের প্রদ্বীপ
জীবন নদীর তরী,
তোমার তরে দুঃখ দূরে
ভয়টাকে জয় করি।


নরক পথের বাধা তুমি
স্বর্গ সুখের আশা,
তোমার কারণ গড়া আমার
এই ভুবনের বাসা।