তুমিও কাঁদবে
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৬-১২-২০২২,


তোমার প্রেমের বাণে ঝরে বাগে ফুল,
প্রেমিক হারাই আমি হায় দু'টি কূল!
কেঁদে কেঁদে বুক ভাসে,ভাসে যে নয়ন,
আঁধারে গ্রহণ লাগে সুরুজ অয়ন।


মেঘে মেঘে ঢেকে যায় আকাশের চাঁদ,
মানে না বারণ ভাঙে নদী কূল বাঁধ।
ভাসি আমি নোনা জলে ভাঙে এই বুক,
হয় না মরণ তবু করি ধুকধুক।


ভালোবাসা পাপ নয় তবু মহাপাপ,
বিরহের ব্যথা নিয়ে মরণের কাঁপ।
প্রেমে ভুল প্রেমে শূল প্রেমে মারে বাণ,
আঘাতের এ জ্বালায় হই খানখান।


কাউকে কাঁদালে কেহ হয় নাকো সুখী,
কাঁদনে সাগর বয় সে মানব দুখী।
নারী হোক নর হোক, হোক না স্বজন,
ভাই বোন প্রিয়জন কিবা বিয়োজন।


আঁখিজলে ভাসবেই ডুকরে কাঁদন,
চিরতরে ভেঙে যাবে প্রীতির বাঁধন।
পাবে না কখনো খুঁজে তিমিরে কিনার,
সবার নিকটে হবে মেয়ে তো ঘৃণার।