উদ্দীপ্ত চেতনা  
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৬-১১-২০২৩ ইং


কালবৈশাখী এসে উড়িয়েছে ঘর,
উড়িছে বিহগ নীলে পাখনায় ভর।
হারিয়েছে পাখি তার আবাসের নীড়,
ঠিকানাটা নাই হায় নাই কুল তীর!


চিন্তিত চিত্ততে বেদনার শোক,
দেখিছে ভুবন সারা দেখিছে তা লোক।
উড়ে উড়ে চলিতেছে ঠিকানা বিহীন,
এইভাবে কেটে যায় তার সারাদিন।


সে ক্লান্ত শরীরে খুঁজে পায় এক বন,
মরা গাছে পাতা নাই একা নিরজন।
তবু-ও তো ছাড়ে না সে বাঁচিবার হাল,
খড়কুটো খুঁটে এনে বাঁধে এক জাল।


অক্লান্ত এ শ্রমে টিকে থাকা পণ,
সফলতা ফিরে আনে শান্তিতে মন।
বাসা কুল খুঁজে পেলো সেই পাখি ফের,
দুখ জ্বালা দূর হলো আনন্দ ঢের।