উদ্যোগী হও
মোঃ ইব্রাহিম হোসেন


চলতে পথে কষ্ট হলেও
পা বাড়াতে হয়,
গড়তে জীবন আসবে বাধা
ভয়'কে করো জয়।


কষ্ট ছাড়া কেষ্ট মেলে
কে বলেছে ভাই ?
দুঃখ সয়ে সুখ'টা যে পায়
তার তুলনা নাই।


ব্যর্থ হলে থমকে যাওয়া
অলসতার কাজ,
মুছে ফেলো হৃদয় থেকে
ব্যর্থতারই লাজ।


নায়ের বৈঠা ভেঙ্গে গেলে
বৈঠা বাঁধো ফির,
শক্ত করো প্রত্যয়ে মন
ভিড়তে নদীর তীর।


উদ্যোগী হও কর্ম পথে
অন্তরে কও রব,
জয় হবে যে নিশ্চিত তোমার
দিবেন বিধি সব।
==========


মায়ের ঋণ
মোঃ ইব্রাহিম হোসেন


দশটি মাস ও দশটি দিনে
গর্ভে ধারণ করে,
মাগো তুমি জন্ম দিলে
এই পৃথিবীর পরে।


হাজার কষ্ট সয়েও তোমার
মুখে হাসি ফুটে,
যখন আমি থাকি সুখে
দুঃখ গুলো টুটে।


আমার নয়ন ঝরলে মাগো
তোমার নয়ন ঝরে,
আহার পানি দাও মা ছেড়ে
তৃষ্ণা ক্ষুধার তরে।


যত্ন সেবায় করো লালন
প্রার্থনাতে কাঁদো,
ভালোবাসার পরশ দিয়ে
স্নেহ মমে বাঁধো।


মাগো তোমার এ ঋণ কভু
শোধ হবে না জানি,
আঁচল তলে ঠাঁই দিও মা
ধরি চরণ খানি।
=========