উপহার
মোঃ ইব্রাহিম হোসেন


ছোট হোক বড় হোক নাই কোনো তুল,
উপহার সেতো এক জীবনের মূল।
লাখ টাকা দাম নয় একটাকা হোক,
তবু তা পাওয়ার তরে মানুষের ঝোঁক।


টাকা দিয়ে যায় নাকো এই গুণ পাওয়া,
পুলকিত হয় মন সুখে গান গাওয়া।
নিজ টাকা দিয়ে ক্রয় উপহার নয়,
প্রতিযোগিতায় টিকে হয় তার জয়।


লেখাপড়া কাজে যার অগ্রসর মন,
গড়ে তোলে দক্ষতায় জ্ঞান সারাক্ষণ।
ছাত্র ভালো কর্মে পটু পায় সদা মান,
ভালোবাসে জনে জনে সব হৃদে প্রাণ।


এর মাঝে কেউ আছে উপহাসে ধায়,
হিংসাতে যে বুক ফাটে করে হায় হায়!
নাহি দাও কেহ কান তার বাণী বিষ,
ভালো দেখে এরা জ্বলে ফিসফিসে ইশ।


বিষ বাণী মনে নিয়ে কষ্ট নাই আর,
সমাজে এমন লোক হাজারে হাজার।
জ্ঞানী ব্যক্তি চিনে গুণী নাই তার তুল্য,
কারো বিষ কারো ইশ দামি মহামূল্য।