ভালোবাসার বন্ধন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২২-১১-২০২৩ ইং


পৃথিবীতে কতজন বিচিত্র মন!
বাড়ি-গাড়ি টাকা-কড়ি হীরামতি ধন।
প্রতিবেশী  হাসাহাসি কত আয়োজন!
তবু কভু নাই পাশে হলে প্রয়োজন।


সবাকার চলাফেরা পাশাপাশি বাস,
নিকটতা মিলমিশ মনে কত আশ !
স্বার্থের হানি হলে দেয় গালে ঠাস,
অবহেলা গঞ্জনা আর উপহাস।


মাতা-পিতা ভাই-বোন চাচা ফুফু আর,
রক্তের বন্ধনে সবে একাকার।
পৈতৃক সম্পদে গরমিল যার,
ভালোবাসা টুটে যায় হয় অনাচার।


আছে যত দীন ধনী আর মিসকিন,
নাহি রয় প্রীতি যদি নহে কভু লীন।
নয় আট সাত ছয় পাঁচ চার তিন,
দুই এক জিরো হয়ে সংযোগ ভিন।


চেনা নাই জানা নাই কত নর-নারী,
বিবাহের বন্ধনে গড়ে ঘর-বাড়ি।
রক্তের সংস্রব কিবা টাকা কড়ি,
নাই কোনো সংযোগ নাই বাঁধা দড়ি।


অটুট এ সংস্রব হীরা চন্দন,
যুগযুগ সুখে দুখে হাসি ক্রন্দন।
অভেদের দু'জনার প্রীতি বন্দন,
রক্ত টাকার নয় প্রেমো বন্ধন।