ভালোবাসার সময়কাল
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাকালঃ ১৪-০২-২০২৩, মঙ্গলবার


ফেব্রুয়ারির চৌদ্দ তারিখ
ভালোবাসার দিন ?
না,না,না,না মিথ্যা কথা
শোকের বাজে বীণ।


ইচ্ছাতে বা অনিচ্ছাতে
রক্ত ক্ষরণ হয়,
কামনারই শেষের বেলায়
জীবন পরাজয়।


হয় না ক্ষতি পুরুষ লোকের
নারীই বিষাদময়,
অনুতাপের অনল দহে
ভবিষ্যতের ভয়।


ঝরে শুধু অশ্রুবারি
হারিয়ে থাকে কূল,
চোখের জলে সাগর বহে
ফোটে না আর ফুল।


ভালোবাসার সময় কালের
নির্দিষ্টতা নাই,
আকদ বিহীন প্রেম-পিরীতের
ইসলামে নাই ঠাঁই।


প্রকৃত সেই ভালোবাসা
সর্বক্ষণেই রয়,
অনন্তকাল বিজয় মালা
হয় নাকো তার ক্ষয়।


বর বধূতে ভালোবাসা
পালন করা চাই,
আল্লাহু খোশ অন্তর সন্তোষ
সুখের দেখা পাই।