অভাগা সন্তান
ইব্রাহিম হোসেন


ওরে কপালপোড়া অভাগা! তোর মত কেউ নাই,
যার কারণে জন্ম নিলি মারলি তাকে হায় ।


কষ্ট করে লালন পালন করল তোকে যিনি,
তিনিই তোর মা জননী জনম দুখিনী ।


মায়ের পায়ের নীচে হয় ওরে সন্তানেরই স্বর্গ,
মায়ের সেবা ছাড়া তোর জীবন শূণ্য মর্গ ।


মা যদি থাকেন খুশি সৃষ্টিকর্তা তুষ্টি ,
সেই মায়েরই অবহেলায় জীবন তোর ভুষ্টি ।


জনম দুখিনী মায়ের প্রতি আর করিসনা হেলা,
করলে হেলা তোর জীবনে আসবে দুঃখের ভেলা।


সুখী যদি হতে চাও দোজাহানে তুমি ,
মা বাবার সেবা করো বলেন অন্তর্যামী।


মা-ই স্বর্গ, মা-ই নরক কেন বোঝনা ?
তার অবহেলায় সবে করে নিন্দা ভর্ৎসনা ।


মায়ের এক ফোটা দুধের ঋণ শোধ হবেনা ওরে,
গায়ের চামড়া ছিলে পাপোশ বানিয়ে দিলেও তারে ।


এমন মাকে আঘাত দিয়ে রক্ত ঝরাও যদি,
পরকালে নরক-অনলে জ্বলবে নিরবধি ।


সন্তানেরই তরে হয় মা-বাবার আত্মাহুতি,
অভাগা সন্তান বুঝে না কভু তাদের সে আকুতি।


সেতো কপালপোড়া অভাগা জাহান্নামী ছেলে,
যার কারণে মা ও বাবা ভাসেন নয়ন জলে ।