"অবৈধ নবজাতক "
( ইব্রাহিম হোসেন)
==========


বিশ মিনিটের আবেগ মাগো
দশ মিনিটের সুখ ,
দেখতে দিলেনা আমায়
এই পৃথিবীর মুখ ।


জোর করেতো আসিনি মা
তোমার পেটে আমি ,
এই ভূবনে মায়ের কাছে
সন্তান অনেক দামী।


ক্ষণিক সুখে মাগো আমায়
কেন পেটে নিলা ,?
সুখের শেষে, কেটে ছিঁড়ে
কেনই ফেলে দিলা ?


একটুও কি হয়নি মায়া
তোমার দিলে মা ??
কষ্টে কত প্রাণটা গেল
ভেবে দেখ না।


একদিন তুমি আমার কাছে
আসবে মাগো জানি ,
খোদার কাছে জবাব দিতে
পারবে নাকো তুমি ।


মাগো আমি বেঁচে গেলাম
বেঁচে গেল মান ,
নইলে সবাই বলতো আমায়
অবৈধ সন্তান ।


অবৈধ একটু সুখের তরে
আমায় পেটে নিলে,
কলঙ্কেরই ভয়ে আবার
ছুঁড়েও ফেলে দিলে ।


এই কি নীতি এই ভুবনে
কোন মায়ের হয় ?
কেমন করে জবাব দেবে
পাড়ার লোকে কয়।?


তোমার সাথে তোমার মা ও
করতো যদি এমন ,
বুঝতে মাগো তখন তুমি
মরণ জ্বালা কেমন  ???


আর করো না মাগো তুমি
কভু এমন পাপ,
আল্লাহ যেন সদাই করেন
মাগো তোমায় মাফ।