ওয়াদা পালন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০১-১১-২০২৩ ইং


ওয়াদাটা করিয়া যে করে খিয়ানত,
মিলে না কপালে তার রব নিয়ামত।
মুনাফেক বলে তারে হাদিসে প্রমাণ,
মানুষের সাথে তার হয় না সমান।


কলহ বিবাদ লাগে স্বজনে স্বজন,
সমাজের চোখে কুটা হয় সে কুজন।
লোকে বলে থাকে সদা বড় বেইমান,
কথা দিয়ে রাখে না সে নাই যে ইমান।


নামে সে মানুষ হয় শয়তানি কাম,
রবের লানত পড়ে এই ধরাধাম।
নিজের বিবেক খুনি, খুন মহাপাপ!
অতিষ্ঠ জনতারা দেয় তারে শাপ।


কারে বলো কথা দিয়ে কথা রাখা কয়?
আজ দেবো কাল দেবো কথা রাখা নয়।
কথা যদি দিয়ে থাকো কখনও কভু,
ক্ষতি হলে হোক তব করো তাহা তবু।


আস্থা অটুটে রবে পাবে তবে দাম,
কামাবে জগৎ মাঝে খ্যাতি ও সুনাম।
অমর অবনী 'পরে হবে নাকো ম্লান,
সাদরে সম্ভাষণে গুণী মেহমান।