অহংকারীর বিনাশ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৪-০৬-২০২৩ ইং


জগৎ স্রষ্টা দিলেন বলে
আল কোরআনের শ্রেষ্ঠ বাণী,
অহংকারই পতনের মূল
সকল মানব আমরা জানি।


উপর দিকে মারলে থুথু
নিজের গায়েই ছিটকে পড়ে,
ও চাটুকার, দালালেরা!
নিপাত যাবি দু'দিন পরে।


যে ফেরাউন অহংকারী
হিংস্র ছিলো মিশর দেশে,
মৃত্যু হলো নীল নদে তার
জগতবাসী জানলো শেষে।


সাজ্জাদ বাদশাহ অহংবোধে
করলো নিজেই জান্নাত তৈরি,
আসলো তারও নিপাত শেষে
হলো প্রভুর নিকট বৈরী।


নমরুদ চাইলো যুদ্ধ করতে
ইব্রাহিমের রবের সাথে,
বিলীন হলো সামান্য এক
ছোট্ট প্রাণী মশার ঘাতে।


যার ভেতরে তিল পরিমাণ
অহং বিরাজ দাপট বলে,
নিঃস্ব হবে বরফের ন্যায়
তিলেতিলে জীবন গলে।


শিক্ষা-দীক্ষা অনেক অর্জন
পুরিশ্ পুরা দিলের মাঝে,
দিল তো রে  ভাই মাকাল ফল ন্যায়
নোংরামি তোর সকল কাজে।


এর খেসারত দিতেই হবে
দু'দিন আগে কিংবা পরে,
নিঃস্ব হবি, বিলীন হবি
ওই বিধাতার লানত ঝরে।