অনুতাপে ধাও
মোঃ ইব্রাহিম হোসেন


অতীতের দিনগুলো মনে করে দেখো,
মনে যদি পড়ে তাহা স্মৃতি করে রেখো।
দু'দিনের দুনিয়াটা খেলা ঘর যেনো,
আজ আছে কাল নাই মনে প্রাণে মেনো।


কিবা ছিলে তুমি আর হয়েছো গো কি যে ?
আয়নাতে দেখো মুখ বুঝিবে তা নিজে।
এতিমের মত হয়ে কেটেছে যে দিন,
হয়তো-বা ছিলো তব ঘরে কিছু ঋণ।


সে নিষ্পাপ মেয়ে ছিলে বাবা ও মায়ের,
গুণবতী কন্যা তুমি সমাজে গাঁয়ের।
তব রূপে ব্যবহারে মুগ্ধ ছিলো সব,
রূপবতী কন্যাটারে সুখে রেখো রব।


কোন পথে গেলে তুমি হারিয়েছো দিশা ?
লোকে বলে ওই দেহে আছে বিষ মিশা।  
সেই দিনে দোয়া পেতে সব মুখে মুখে,
কেউ ভালোবাসে নাকো আজ তব সুখে।


হারাবে যৌবন রূপ কিছুদিন পর,
ভেঙে যাবে সেই দিন আসিবে যে ঝড়।
রবে না আপন কেহ শেষ হবে রস,
সে দিন আসিবে নেমে জীবনের ধস।


আজ ভবে লিপ্ত আছো অনাচার পাপে,
এখনো সময় আছে  কাঁদো অনুতাপে।
যা করেছো ভুল সব মুছে করো সাফ,
খাস দিলে চাও ক্ষমা প্রভু দিবে মাফ।


(রচনাঃ ২২-০৭-২০২২' শুক্রবার ১২ঃ৪০ এ এম)