অনুতাপের দহন
মোঃ ইব্রাহিম হোসেন (৩০-০৯-২২, শুক্রবার)


আঘাত সহিয়া চুপিয়া থাকাটা
দূর্বলতা কি ভাবিছো তুমি?
ভদ্রতার এ মহা পরিচয়
বিধাতার ওই চরণ চুমি।


সবুরের গুণে ফলে মেওয়া ফল
ধৈর্য্যেধরা মহৎ গুণ,
জানি একদিন বুঝে তব ভুল
হৃদয়ের কোণে লাগিবে ঘুণ।


অনুতাপ দহে পুড়িবে ও মন
চাহিবে মাশুলে বিনয়ে ক্ষমা,
হয়তো সেদিন নাহি পাবে দেখা
কুরে কুরে খাবে সে যন্ত্রণা।


জানো না কখন আসিবে মরণ
চলো রক্তের দেমাগ ভরে,
ঝড়ের কবলে পড়িবে যখন
কাঁদনের শোর ত্রাণের তরে।


এই হালে হায় অবয়ব খুন
যন্ত্রণাতে হৃদয় নাচে,
বলিবেন রব  মেরেছো যাহারে
ক্ষমা চেয়ে নাও তাহার কাছে।


নিরুপায় তুমি পাবে না তাহায়
নাহি করিবেন ক্ষমা যে প্রভু,
ইহকালে সাজা স্বল্প সময়
পরকালে শেষ হয় না কভু।


থাকিতে সময় সাবধানে রও
কতদিন রবে ভবের ক্ষণ ?
পাইবা মুক্তি হাশরের মাঠে
সুখের পরশ চিরন্তন।