অশান্তির কারাগার
মো: ইব্রাহিম হোসেন
রচনা: ০৮-১১-২০২৩ ইং


তোমাদের অবহেলা গঞ্জনা আর
বিদ্রুপ উপহাস যত অনাচার,
আমার জন্য তাহা ক্ষতিকর নয়
বয়ে আনে ভালোবাসা সম্মান জয়।


যত পারো মারো মোরে আঘাতের তির
অন্যায় অপকামে নহে নত শির ,
ইমানের বলে গাই সততার গান
ভীতু নই যদি যায় যাক চলে প্রাণ।


আল্লাহ রাসুলের পথে মোর ঠাঁই
কষ্টে যদিও থাকি তবু সুখ পাই,
আঘাতের শোর বিঁধে চিত্তে আঘাত
ধৈর্যধারণ পর রঙিন প্রভাত।


তোমাদের অনাচারে বক্ষে বেদনা
নয় অনাচার যেন এ শুভকামনা,
এই ভেবে রব দ্বারে মাথাটা নোয়াই
সিজদাতে আঁখিজলে অশ্রু খোয়াই।


মালিকের এ কী খেলা বুঝা বড় দায়!
বিরহী এ মন খুঁজে প্রশান্তি পায়,
মলিন বদনে ফের ফুটে মুখে হাসি
অশান্তি কারাগারে তবু ভালোবাসি।