অস্কুট বাক
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ৩০-১১-২০২৪ ইং


মনের গহীনে খেদ তো গোপনে
হয়নি করা তা জাহির কখনো,
দুঃখ বিষাদী আজকে অবধি
চিত্তে আসেনি সাহস এখনো।


সত্য বচনে চিত্ত পচনে
নাহি বিবেকের চাবিকাঠি লাজ,
মিছা অবিচার খোশে একাকার
শালীনতাহীন হায় এ কী কাজ!


বোধ জ্ঞান কই?  আছে তো দুটোই
ন্যায় ও নীতির হাট ও বাজার,
হয়েছে নিলাম কোথাতে এলাম ?
চুপ থাকে আজ বিবেক রাজার।


কত অঘটন খবরে রটন
কাগজের ভরা পাতায় পাতায়,
ফেটে যায় বুক নীরবতা মূক
লেখা রয় শুধু কলম খাতায়।


খোলা চোখ কান নাই সমাধান
মনুষ্যত্ব অপরিস্ফুট,
বিবেকের কাছে পরাজিত আছে
নিজেকেই ধিক বাক অস্কুট !