অভাবী জীবন (২১০০ তম প্রকাশ - আলহামদুলিল্লাহ )
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৬-১২-২০২২ ইং


অভাবী মানুষ আমি মনে থাকে শোক,
খুব ভালো আছি ভাবে এ দেশের লোক।
দিন কাটে কোনোমতে জানে শুধু রব,
নাই কিছু তবু যেন আছে মোর সব।


পেটে থাকে ক্ষুধা ভরা নিদারুণ জ্বালা,
থাকি সদা হাসি মুখে এ দুখের পালা।
শোকর গুজার তবু রবের-ই দ্বারে,
মনের এ কথা কই কেঁদে কেঁদে তাঁরে।


জেবে হায় টাকা নাই সমাজের মান,
নত শির হয়ে সব হয় খানখান।
বলিতে পারি না কিছু অভাবের টান,
জানি না কখন কে যে মারে বিষে বাণ ?


লজ্জা আর অপমান থাকে সদা ঘিরে,
চুপিচুপি নিরজনে ভাসি আঁখি নীরে।
এর মাঝে কেউ ফির দেয় ব্যথা মনে,
জ্বলে পুড়ে ছাই হই অনলের সনে।


জানি না কবে যে হবে হাসিমাখা মুখ ?
রবে না ভুবনে কভু লোক দেখা সুখ।
ভাসিবে সুখের ভেলা সুখের সাগর,
ধরা দিবে অবনীতে জীবন আগর।


ওগো রব তুমি সব তোমার দয়ায়,
তব দানাপানি পেয়ে বাঁচি এ ধরায়।
দুখী নই খোশে রই গুণগান গাই,
এ হৃদেই তোমাকেই সারাক্ষণ চাই।