অভাবী লেখক
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাকালঃ ০৪-০৩-২০২৩, শনিবার।


তোমাদের লেখা বইয়ের পাতায়
আমার লেখা ফেসবুকে,
কত ইচ্ছা হয় জাগরণ ভাই
জমানো সবই এই বুকে।


কাগজের পাতা হেডলাইনে
তোমাদের লেখা যায় দেখা,
হয়নি ছাপানো একটি হরফ
জগতের কাছে হারি একা।


জ্ঞানী গুণীজন করে যে স্মরণ
কাঁধের সাথে কাঁধ মিলায়,
প্রশংসাতে উৎসাহ পায়
হরষিত মন সুখ বিলায়।


একটি বইয়ের পেছনে খরচ
সহস্র ষাট / লাখ টাকা,
উন্মোচনেও বইয়ের মোড়ক
হাজার বিশেক জেব ফাঁকা।


স্বর্ণ পদক ও রৌপ্য পদক
সাজানো রয় আলমারিতে,
দাওয়াত পেলেও থাকে না পদক
চাহে না কেহ নজর দিতে।


এই হালে মোর লেখনী চলে
নাইরে টাকা মামা খালু,
পান্তা ভাতে পিঁয়াজ মরিচ
ডাল কিবা হয় ভর্তা আলু।