অভাগা এক পিতা
মোঃ ইব্রাহিম হোসেন

জীবন যৌবন সবই গেলো
তোমাদেরই জন্য,
মানুষ হলে এই ভুবনে
হলাম আমি ধন্য।

তোমাদেরই সুখের লাগি
দেহ করলাম মাটি,
পারিনি তো হতে কভু
জন্মদাতা খাঁটি।

সুখ মহলে তোমাদের বাস
আমার কুঁড়ে ঘরে,
অভাগা এক পিতা আমি
ঘড় উড়ে যে ঝড়ে।

বৃদ্ধকালে পাই না খেতে
না জোটে ভাত মুখে,
তবু যে মোর নয়ন ঝরে
তোমরা থাকো সুখে।

বাবা হলে বুঝবে সবে
বাবার দরদ কেমন ?
আর্তনাদে এ বুক ফাটে
কষ্টে আমার যেমন।