দু'হাজার তেইশের আগমন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ৩১-১২-২০২২ ইং শনিবার।


দু'হাজার বাইশের বিদায় লগন,
তেইশের আগমনে সবাই মগন।
দিন শেষে নিশি রাত বারোটার পর,
তেইশের খোশ মনে বাঁধে হৃদে ঘর।


রাত কেটে ভোর হবে শুভতে সকাল,
নতুন রবির আলো রাঙ্গিবে এ কাল।
শুভ শুভ শুভ দিন শুভ নববর্ষ,
সবার চিত্ততে থাক নব দিনে হর্ষ।


আয় ভাই গেয়ে যাই একসাথে সব,
পুরোনোর রোষ ভুলে প্রীতি কলরব।
হাতে হাত রেখে থাক কাঁধে কাঁধে মিল,
নাহি থাকে মনে যেনো রেষ একতিল।


আগামীর দিনগুলো হোক সব ভালো,
আঁধারে জ্বলুক ঘরে এ সুখের আলো।
দুঃখ শোক, জরাজীর্ণ দু'চোখের পানি,
শোকাহত দূরীভূত হয়ে যাক গ্লানি।


যত দিন যত মাস প্রহর ও সাল,
বাঁচি ভবে কাটে যেনো সুখে চিরকাল।
দ্বিধাদ্বন্দ্ব রেষারেষি জীবনের ভুল,
মিটে যাক খুঁজে পাক সুখের দু'কূল।