ডিগ্রি বিহীন কবি
মোঃ ইব্রাহিম হোসেন


স্নাতকোত্তর পাস লাগে না
কবি হতে ভাই,
পড়ার মাঝেই প্রকৃতিতে
হারিয়ে যাওয়া চাই।


লিখবে তুমি যে বিষয়ে
তার মাঝে দাও মন,
তোমার মনের বোধটুকু এই
কবিত্বেরই ধন।


কল্পলোকের কল্পনা আর
জল্পনাতে রও,
নিরালাতে মনের সাথে
মনের কথা কও।


তার সাথে দাও পর্ব ছন্দের
ছন্দ মাত্রার মিল,
এক এক করে এই রচনায়
কাড়বে সবার দিল।


শিক্ষিত কম শেষ না এ দম
দাও কলমের টান,
এই প্রতিভা কবির মেধা
আল্লাহ পাকের দান।
============



মরণের ভয়
মোঃ ইব্রাহিম হোসেন


কেউ নাই পৃথিবীতে হবে যে আপন,
মনে খুব ডর ধরে এ দেহে কাঁপন!
আপন আপন ভাবি কেউ মোর নয়,
তিলেতিলে আয়ু শেষ জীবনের ক্ষয়!


জানি না কখন কবে আসিবে মরণ?
কাঁপে বুক থরথর করিয়া স্মরণ!
জীবনের পাপ রাশি সারিসারি জমা,
মোচনে দয়াল প্রভু করে দাও ক্ষমা।


ভিখারিনী ভিখ পায় ঘুরে দ্বারে দ্বারে ,
কেউ দেয় কেউ কভু বকা দিয়ে তাড়ে।
ক্ষমিবে আমায় প্রভু কেবা আছে ভবে?
না করিলে পাপ ক্ষমা কী বা হবে তবে!


হারাবে যে দুই কূল নরকে দহন,
হাশরের মাঠে পাপ দু'কাঁধে বহন!
পারিবো না সহিতে যে এতো জ্বালা কভু,
নত শির চোখে নীর দেখো ওগো প্রভু!


মরণের আগে এই দিল করো সাফ,
একটাই চাওয়া পাওয়া তব দ্বারে মাফ।
তুমি ছাড়া দয়াশীল না আছে যে আর,
তোমাতে নোয়াই মাথা ওগো পরওয়ার!