আজও আঁখি দ্বারে ভাসে সেই মুখ
আজও কর্ণ দ্বারে বাজে সেই সুর
"বলেছিলে তুমি, বধু তুমি হবে মোরি
বধু তুমি হলে তবে
আমারি হৃদয়ে নহে
আঁখি মোর ভাসালে তবে
হাজারও নইয়ের জলে”  
আজও শ্রবণ করি সেই কান্নার সুর
আজও নয়নে ভাসে সেই অশ্রু মাখা মুখ
অপরাধী আমি বলেছিলে তুমি  
বলেছিলে তুমি, বাসালে আমারে
এ কোন অকূল জলে
বলেছিলাম তারে, ভালবেসেছি তোমারে
নয়নও জলে বাসাতে নহে
তবুও সে বাসে হাজারও নয়নের জলে
আমি শুধু ভাবি কি করে মুছি
তার অশ্রু মাখা আঁখি
চলে গেলে বুঝি, অভিমানী তুমি
আজও আমি ভাবি সেই অশ্রু মাখা আঁখি ।