তুমি আমার অন্তঃপুরের
ঊর্মি-হিল্লোল।
আমি তটিনী, আমি কুলবতী,
আমি তোমাকে বহন করি।
অন্তঃপুরের সকল অজর ব্যস্ত!
শুধু তোমার বন্দনায়  
তুমি আমার শরতের শিশির,
তাই তোমাই যত্নে পুষি হিয়া মাঝে।
তুমি জলধর হয়ে বিচরণ কর,
আমার চতক তলে।
তুমি আমার শশী, তুমি আমার সুধাকর!
তাই তোমাতে আমি মুগ্ধ
তুমি আমার বনস্পতি, তুমি আমার কুসুমকানন
তাই তোমাতে আত্ম-শুদ্ধি।
ওগো তনয়া,
আজো তুমি জ্ঞাত না
         তুমি যে আমার অবনী,  
         তুমি যে আমার অদিতি,  
         তুমি যে আমার রত্নবতী।  


প্রকাশিত "দৈনিক নয়াদিগন্ত"
তারি : ২৩।১২।২০১৭