রাত তখন বাজছে হবে প্রায় একটা
মানুষ ও জেগে আছি মনে হয় আমি একটা
জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি আকাশেও চাঁদ একটা
তখন আমার মনে ভাবনা জাগলো একটা
আমরা যেখানে বেচে আছি সেটা ক্ষনস্থায়ী দুনিয়া একটা
আমাদের মরার পরে চিরস্থায়ী জীবন সেও একটা
বয়স কম হোক আর বেশি হোক আমাদের জন্ম একটা
কষ্টে হোক আর শান্তিতেই হোক আমাদের মৃত্যু একটা
দিনের বেলা রাতের ভাবনার মত দেখি সূর্য একটা
সব ভাবনা বাদ দিয়ে ক্লাশে গিয়ে দেখি ছাত্র অনেক শিক্ষক একটা
শিক্ষকের কথা ভাবতেই দেখি স্কুলে প্রধান শিক্ষক সেও একটা
এবার আরেকটু উপরে উঠে দেখি স্কুলে সদস্য অনেক সভাপতি একটা
তখন পকেট খরচ চালাতে পার্ট টাইম চাকরি করতাম একটা
একটার চিন্তা নিয়ে অফিসে ঢুকতে দেখি বস বসে আছে একটা
সব শেষে বাসায়  এসে চোখে পড়লো আমার মা একটা বাবা একটা
সবাই বলতে পারেন এত কিছু থাকতে হঠাৎ কেনো আমার চিন্তা নিয়ে একটা
আম তখনও বলবো এরও সুনির্দিষ্ট কারন আছে একটা
পর জগৎ সহ এ জগতে যা কিছু মহান তার সব কিছুই একটা
তাই বলি কেন আমরা করছি ঝামেলা নিয়ে অনকেটা না নিয়ে একটা
অবশেষে যারা লেখাটা পড়ছেন তাদরে কে অনকে বড় ধন্যবাদ একটা।


রচনা কাল:- আমার অপ্রাপ্ত বয়স