নিঃসঙ্গতার সাথে সখ্য আর
নীরবতার সাথে মিতালী।


অতঃপর আকাশের তারা গুনেগুনে কাটিয়ে দিলাম
অমাবশ্যা আর পূর্ণিমার মাঝে দাঁড়ি-কমাহীন অজস্র রাত।


তবুও ধূলিকণার মতো একটি জিবন
তবুও ঘাসফুলের মতো একটি নিয়তি;
অনন্তকাল ধরে পদতলে পিষ্ট হয়েই_
এগিয়ে চলছি
__এগিয়ে চলছি
____এগিয়ে চলছি.....!