এই নরোম মাটির ক্রোড়ে ঠিকই একদিন
ঘুমিয়ে পড়বো পরম শান্তিতে,
মায়ের বুকে মাথা রেখে
নিশ্চিন্তে ঘুমিয়ে পড়া অবুঝ শিশুটির মতোন।


সূর্যের আলোয় হাসতে থাকা ভোরের শিশির
মায়বী পৃথিবীর বুকে ঝরে পড়া ধবল জোসনা
পূবাল হাওয়ার ঢেউয়ে দুলতে থাকা ধানের কচি শিষ
কিংবা নদী তীরে দাঁড়িয়ে সূর্যাস্থের অপরুপ দৃশ্য চোখ মেলে দেখা হবেনা আর কোনদিন।


হাজারো ব্যস্ততার ফাঁক গলে বিজলি চমকের মতো ঝলসে উঠবেনা কোন মায়াবিনীর প্রিয়মুখ,
হ্রদয়ের ক্যানভাসে আঁকা হবেনা নতুন করে কোন রঙ্গীন ছবি।


মুয়াজজিনের সুমধুর আজান ধ্বনিতে ঘুম ভেঙ্গে দেখা হবেনা প্রশান্তির চাদরে মোড়ানো নতুন কোন সুবহে সাদেক,
ভোরের পাখিরা সব গান গেয়ে উড়ে যাবে আকাশের পথে।


হাজারো কোলাহল রোদনের স্বরে  ঘটবেনা এতোটুকু ব্যাঘাত।


যেদিন ঘুমাবো আমি শেষ ঘুম
অনন্তের যাত্রা পথে।