বেদনা যুক্ত তোমার জীবন
                        কষ্ট দায়ক গল্প
একটু, একটু করে খুজলে পাব
                        কাল্পনিক জীবনের মত জল্প ৷


তুমি তো এসেছ মরুবালী চর
                           দগ্ধ দহন থেকে
এসেছ তুমি রক্তাক্ত, বেদনা যুক্ত;
                                কষ্ট-ক্লেশ মেখে!


কত না তুমি, বজ্রের মত
                   গর্জন করে ছিলে!
আমি তো শেষ, শেষরে
                   চিৎকারে বলেছিলে ৷


তুমি তো সেই বেদনা যুক্ত;
                      শ্রেষ্ঠ জনতার জননী
তাই তো তোমায় দেবতার মত
                       আমরা সবাই জানি ৷


বিধাতার বিধানে বলেছেন বিধি
                      আমার পরে তার ঠাই
যতই অন্যায় অবিচার করুক
                       জননী ছাড়া মাফ নাই ৷


সৃষ্টির সেরা জননী তুমি
               আমার সেরা উপমা
তোমায় করি গো হাজার সালাম
                          জন্ম দিছ তুমি মা ৷


তুমি তো দুঃখের দুঃখীনির সেরা!
                             কেউ তা মানিনা
নিজের দুঃখকে সেরা বলি,
                 তোমারটা তো দেখি না ৷


তুমি ব্যাদনা যুক্ততে স্বীকৃতি নয়,
                          সন্তানের উপমায়
তোমার শীতলতায় সন্তানের ছোয়ায়;
                          সকল বেদনা মুছে যায় ৷


প্রকাশনাঃ দৈনিক ভোলার বাণী পত্রিকা ।