আমরা যখন ছোট্ট ছিলাম
গ্রাম পাড়ার ঘরে
ফজর আযান সুনলে মোরা,
অযু করে যেতাম মসজিদ ঘরে ।
ভোর আঁধারে নামাজ শেষে
দোড়ে হত মাঠ শেষ
সবার আগে মক্তবে গিয়ে
কুরআন পড়ে লাগত বেশ ৷
কুরআন খুলে দু হাত তুলে
করতাম মুনাজাত
আল্লাহ তুমি সঠিক পথ দেখাও মোদের
এই তো ফরিয়াদ ৷


কোথায় মোদের মক্তব ঘর?
আর কোথায় ফজর নামাজ?
যুগের সাথে পাল্টে গেল
কুরআন পাঠের সমাজ !
মক্তব ঘরটি পরে আছে
শিশু কিন্ডার গার্ডেন
সাংস্কৃতি নিয়ে পড়ে শিশু
কুরআন শিক্ষা নয় আর্জেন ॥


এই হল মোর সমাজরে ভাই,
সমাজ পাড়ার লোক
সবার আগে দেখল না শিশু
কুরআন শরীফের মুখ ৷
বাংলা, ইংলিশ, অংক, চারুকলা
কিন্ডার গার্ডেন শিক্ষায়
কুরআন হরফ নাই কো তাতে
নাই তাহার বিদ্যায় ৷


কুরআন যদি শিক্ষত শিশু
যাইত আলোর পথে
সে আলোতে আলোকিত হত
মা-বাবা, স্বজন আখেরাতে ৷