এই মাঠ
            আকরাম সরকার  
এই মাঠ শতাব্দীর শত জীর্ন শীর্ণ কৃষকের
এই মাঠ সবুজ শ্যামল রূপালী ফসলের।
এই মাঠ জেলে কামার কুমার তাঁতির
এই মাঠ গ্রাম্য ভূঁয়া নোলক বধূর পোয়াতির।
এই মাঠ হাড় খাটুনি গোয়ালা কামলার
এই মাঠ চাষ করা বলদ আর লাঙ্গলের ফালার।
এই মাঠ গরু ছাগল পেরি মহিষের
এই মাঠ বুনো শালিক ডাহুক  ধবল সারসের।
এই মাঠ এক পায় দাঁড়িয়ে থাকা কাকতাড়ুয়ার
এই মাঠ খেয়া পারাপার কোষা মাঝির নৌকার।
এই মাঠ পাতিহাঁস ভেঁজা  ঘাস বৃষ্টির ফোঁটার
এই মাঠ ধানের শীষ বাহারি ফুলের বোটার।
এই মাঠ যুগ যুগ ধরে রাখা মানুষের স্মৃতির
এই মাঠ চাষিদের জনম জনম প্রেম প্রীতির।