আমি হাঁটবো
         আকরাম সরকার
---------------------------------------------
আজ আমি হাঁটবো, শুধুই হাঁটবো।
হাঁটবো কুয়াশা মাখা শীতের সকালে
হাঁটবো এই ঘাসফুল,দূর্বাঘাসে
আর হাঁটবো বালু চর, সাদা কাশে।
আজ আমি হাঁটবো, শুধুই হাঁটবো,  
আমি হাঁটবো ফোটা ফোটা শিশির  মাড়িয়ে,
আমি হাঁটবো নদীর কিনারায় জলে হাত বাড়িয়ে।
আমি হাঁটবো ফুল কচুরি শাপলার পল্লবে পল্লবে
আমি হাঁটবো হাওয়ায় মিশে পাখির কলরবে।
আজ আমি হাঁটবো গ্রামের মেঠো পথ ধরে
আজ আমি হাটবো কুয়াশার  হাত ধরে।
হাঁটবো খেজুরের বন ধানের মাঠ পেরিয়ে
আমি হাঁটবো ম্যাপল মাথায় গায়ে চাদর জড়িয়ে
আমি হাঁটবো ভোরের কুসুম রোদ্দুর ছুঁয়ে ছুঁয়ে।