চাতকের তৃষ্ণা
         আকরাম সরকার
-----------------------------------------
অমৃত স্বাদ মেঘ তুই আসবি কবে
চাতক যে তর আশায় মরে
মুখের কথা বলে তো যা ভাই
বড্ড বেশি দেরি হলে দেখবি এসে
চাতক পাখি নাই।


চাতক পাখি প্রাণ হারানোর আগে
মেঘরে তুই আসিস রকেট বেগে।
তর জলেতে তৃষ্ণা মিটানোর সাধ
জলের ধ্বাক্কায় ভেঙিস মরুর বাঁধ।


চাতক পাখির এমনি জীবন ধারা
তৃষ্ণা মিটেনা মেঘের বারি ছাড়া।
তাই চাতক চেয়ে থাকে মর্মাহত চোখে
বৃষ্টি তুই চাতককে মরতে দিস না শোকে।