ছলনাময়ী
        আকরাম সরকার
---------------------------------------
ভালোবাসি যেনেও অন্য কাউকে দিয়েছো হাত ধরে পথ চলার সম্মতি
আমার দেহ হিংসায় জ্বলুক বা হৃদয় ভাঙ্গুগ তাতে তোমার তো নেই কোনো ক্ষতি।
ক্ষতির হিসাব করলেই কি আর দিতে পারবে ভাঙ্গা এক টুকরো হৃদয়ের দাম?
অথচ ভালোবাসার শুরুর দিকে এ সম্পর্ককে দিয়েছো কতো রোমাঞ্চকর নাম।
আমি বুঝতেই পারিনি তখন, তোমার ভালোবাসায় ছিলো এত নিখুঁত দাবার চাল
সৈন্য থেকে শুরু করে মন্ত্রী, ঘোড়া, হাতি খেয়ে আমার জীবন করে দিলে বেসামাল।
পোড়া দেহের ভার সামলাতে সামলাতে আজ আমি বড্ড বেশি ক্লান্ত
জানিনা কবে শেষ হবে জীবন্ত লাশের আক্ষেপ, আহাজারি, পোড়া দেহ শান্ত।